বাংলাদেশের নির্বাচনের পরিবেশ দমনমূলক: জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার

ক্লেমা নালেতসোভি ভুলে। ছবি: সংগৃহীত

বাংলাদেশের নির্বাচনের পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ক্লেমা নালেতসোভি ভুলে। তিনি বলেছেন, বাংলাদেশের নির্বাচনের পরিবেশ 'দমনমূলক'। এতে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।

শান্তিপূর্ণ সমাবেশ এবং সমাবেশের স্বাধীনতার অধিকার বিষয়ক এই র‍্যাপোর্টিয়ার বলেছেন, 'রাজনৈতিক কর্মী এবং সুশীল সমাজের ওপর দমন-পীড়ন অবিলম্বে বন্ধ করার জন্য আমরা বার বার আহ্বান জানিয়েছি। আসন্ন নির্বাচনকে ঘিরে যে দমনমূলক পরিবেশ তৈরি হয়েছে তাতে আমি গভীরভাবে উদ্বিগ্ন।'

তিনি গতকাল তার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে পোস্ট করে বলেছেন, 'বাংলাদেশের সুশীল সমাজ ও বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন বন্ধ এবং পুলিশের মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ বন্ধ করার জন্য আমার আহ্বান পুনর্ব্যক্ত করছি। নির্বাচনের আগে, চলাকালীন এবং পরে শান্তিপূর্ণ সমাবেশ এবং সংগঠন করার অধিকার এবং রাজনৈতিক অংশগ্রহণের অধিকার নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।'

Comments

The Daily Star  | English
Dr Iftekharuzzaman

External forces must not interfere with the media

Dr Iftekharuzzaman, executive director of Transparency International Bangladesh (TIB), speaks with Naznin Tithi of The Daily Star

10h ago