বাংলাদেশ

সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া সংসদ সদস্য সালমান ফজলুর রহমানকে (সালমান এফ রহমান) অবৈতনিক ঘোষণা করেছে সরকার।
সালমান এফ রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া সংসদ সদস্য সালমান ফজলুর রহমানকে (সালমান এফ রহমান) অবৈতনিক ঘোষণা করেছে সরকার।

বৃহস্পতিবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ১১ জানুয়ারি সালমান এফ রহমানসহ ছয় জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ করা হয়। উপদেষ্টা পদে থাকার সময় তারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন‌ বলে নিয়োগের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল।

বৃহস্পতিবার নতুন প্রজ্ঞাপনের জানানো হয়েছে, সালমান এফ রহমানের এই নিয়োগ হবে অবৈতনিক। তবে তিনি উপদেষ্টা হিসেবে মন্ত্রীর পদমর্যাদা পাবেন।

গত মন্ত্রিসভায় সালমান এফ রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এবার নিয়োগ পাওয়া উপদেষ্টাদের এখনো পর্যন্ত কোন সুনির্দিষ্ট বিষয়ের দায়িত্ব দেওয়া হয়নি।

 

Comments