আব্বাস, এ্যানির জামিন আবেদন নিষ্পত্তি করতে হাইকোর্টের আদেশ

মির্জা আব্বাস, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

বিএনপি নেতা মির্জা আব্বাস ও শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির ১২টি মামলায় জামিন আবেদন গ্রহণ, শুনানি ও নিষ্পত্তি করতে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতকে (সিএমএম) আদেশ দিয়েছেন হাইকোর্ট। আইন অনুযায়ী আগামী ১৫ দিনের মধ্যে এই আদেশ পালন করতে বলেছেন আদালত।

রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে সহিংসতার অভিযোগে মির্জা আব্বাস ও এ্যানির বিরুদ্ধে এসব মামলা হয়েছিল।

গত ১০ জানুয়ারি ঢাকার সিএমএম আদালত ১০টি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদন এবং দুটি মামলায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অনির জামিন আবেদন ফিরিয়ে দেন।

তাদের জামিন আবেদন ফিরিয়ে দেওয়া কেন অবৈধ বলে ঘোষণা করা হবে না জানতে চেয়ে পৃথক রুলও জারি করেন হাইকোর্ট।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ মির্জা আব্বাস ও এ্যানির করা দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রুলসহ এই আদেশ দেন।

হাইকোর্টে আবেদনে বিএনপির এই দুই নেতা বলেন, জামিন আবেদন ফিরিয়ে দেওয়ার মাধ্যমে তাদের আইনের আশ্রয় পাওয়ার সাংবিধানিক অধিকারের লঙ্ঘন হয়েছে।

তাদের আইনজীবী সগির হোসেন লিওন বলেন, গত ২৮ অক্টোবর পল্টনে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় মির্জা আব্বাসের বিরুদ্ধে রমনা, পল্টন, ঢাকা রেলওয়ে পুলিশ থানায় মোট ১০টি মামলা হয়। ২৯ অক্টোবর শাহজাহানপুর থানায় দায়ের হওয়া ভিন্ন একটি মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

অন্যদিকে, ধানমন্ডি ও নিউমার্কেট থানায় দায়ের হওয়া মামলায় ৫ অক্টোবর গ্রেপ্তার হন উদ্দীন চৌধুরী এ্যানি।

Comments

The Daily Star  | English

Israel says Iran violates ceasefire, orders new strikes

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago