যশোর

তাপমাত্রা ৯ ডিগ্রি, তবু খোলা স্কুল

তীব্র শীতে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা। ছবিটি যশোর সদর বাবলাতলা হাইকোর্ট মোড় এলাকা থেকে সোমবার সকালে তোলা। ছবি: হাবিবুর রহমান/স্টার

যশোরে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেও বন্ধ হয়নি শিক্ষা প্রতিষ্ঠান।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেখানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা যাবে।

আজ সোমবার যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র শীতেও যশোর জিলা স্কুল, কালেক্টরেট স্কুল, যশোর ইনস্টিটিউটসহ বেশ কয়েকটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রয়েছে। উপজেলা পর্যায়েও কোনো স্কুল বন্ধ হয়নি।

সকালে প্রচণ্ড শীতেও সন্তানদের স্কুলে নিয়ে যান অভিভাবকরা। আইয়ুব হোসেন বলেন, 'সকালে আমার সন্তানকে স্কুলে নিয়ে গিয়েছিলাম, এখন বাসায় নিয়ে যাচ্ছি। স্কুল খোলা আছে। তাই ক্লাস না করলে পরে সমস্যা হয়।'

যশোর জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন বলেন, 'সকালে যশোরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে বলে আমরা জানতে পেরেছি। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। তাপমাত্রা ওঠানামা হওয়ায় এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এডিসি শিক্ষা স্যারের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি।'

যশোরের জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার জানান, দায়িত্বপ্রাপ্তরা আবহাওয়া অফিসে যোগাযোগ করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

এদিকে তীব্র ঠান্ডায় যশোর শহরের রাস্তাঘাটে মানুষের উপস্থিতি খুবই কম, বিপাকে পড়েছেন নিম্ন আয়ের কর্মজীবী মানুষ।

Comments

The Daily Star  | English

The Daily Star, HSBC honour high achievers in O- and A-Level exams

To commemorate the victims of the July Uprising, the programme began with a one-minute silence, followed by the rendition of the national anthem

2h ago