বিদ্যুৎ লাইনে পাশের ভবন থেকে ক্যাবল ফেলায় বন্ধ ছিল মেট্রোরেল

‘বিদ্যুৎ লাইন থেকে ক্যাবলটি সরানোর পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।’
বিদ্যুৎ লাইনে পাশের ভবন থেকে ক্যাবল ফেলায় বন্ধ ছিল মেট্রোরেল
ফাইল ফটো

মেট্রোরেল চলাচল আজ মঙ্গলবার দুপুরের দিকে অন্তত ১৫ মিনিটের জন্য বন্ধ ছিল। অজ্ঞাত এক ব্যক্তি মেট্রোরেলের বিদ্যুৎ লাইনে স্যাটেলাইট টিভির ক্যাবল নিক্ষেপ করায় ট্রেন চলাচলে সাময়িক এই বিঘ্ন ঘটে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, 'ফার্মগেট ও শাহবাগ এলাকার মাঝামাঝি জায়গায় মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে এক দুর্বৃত্ত ক্যাবল ছুড়ে মারে। পুলিশ তাকে খুঁজছে।'

মেট্রোরেল সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ১০ মিনিটে এই ঘটনা ঘটে এবং মেট্রোরেল চলাচলে অন্তত ১৫ মিনিট বন্ধ রাখতে হয়।

এম এ এন সিদ্দিক বলেন, বিদ্যুৎ লাইন থেকে ক্যাবলটি সরানোর পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।

মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে বহু যাত্রীকে অপেক্ষা করতে দেখা গিয়েছে। কিছু মেট্রোরেল তাৎক্ষণিক থামিয়ে রাখা হয় এবং আরও কিছু রেলকে ধীরগতিতে চলতে বলা হয়।

Comments