শ্রীপুরে আবারো গুলির বিকট শব্দ, আতঙ্কে এলাকাবাসী
গাজীপুরের শ্রীপুরে আবারো গুলির বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী।
আজ মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে শ্রীপুর থানা তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার ভোররাত ৩টায় শ্রীপুর দক্ষিণ ভাংগনাটি গ্রামে শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লা বাড়িতে দুর্বৃত্তের গুলি, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শ্রীপুর থানার ওসি শাহ জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সন্ধ্যায় একদল দুষ্কৃতকারী বাইক নিয়ে মহড়া দিয়েছে। এমন খবরে আমি ঘটনাস্থলে যাই। স্থানীয়রা আমাকে বলেছে, গুলির বিকট শব্দ শোনা গেছে। এ ঘটনায় তদন্ত হচ্ছে।'
স্থানীয়রা জানান, দুষ্কৃতকারী ৮/১০ জন বাইক নিয়ে মহড়া দেয়। এক পর্যায়ে এক রাউন্ড গুলি ছোড়ে । এতে তেলিহাটি এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে সৌদি প্রবাসী মাহবুবুল আলম বাচ্চু (৪২) এর চার তালা বাসার ৩য় তালায় জানালার গ্লাস ভেঙে গেছে।
সর্বশেষ রাত ১০টার দিকে ঘটনাস্থলে শ্রীপুর থানা পুলিশ রয়েছে বলে জানায় এলাকাবাসী।
অন্যদিকে, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লা বাড়িতে গুলির ঘটনায় অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।
Comments