ঘুমধুম-তুমব্রুর ধানখেতে আরেকটি মর্টার শেল উদ্ধার

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মর্টার শেলটি পাওয়া যায়।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের একটি ধানখেত থেকে আজ শনিবার একটি মর্টার শেল উদ্ধার করে সড়কে এনে রাখা হয়। ছবি: স্টার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তের ধানখেত থেকে আজ আরও একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মর্টার শেলটি পাওয়া যায়।

গতকালও একই ধানখেতের পাশের একটি স্থান থেকে গতকাল অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছিল।

নিরাপত্তার স্বার্থে বোমাটি ঘুমধুম-তুমব্রু সড়কে রেখে ওই সড়কে চলাচল বন্ধ করে দিয়েছে বিজিবি।

সরেজমিন সেখানে গিয়ে দেখা যায়, গতকাল যেখানে বোমা পাওয়া গিয়েছিল তার অপরদিকে আজকের মর্টার শেলটি পাওয়া গেছে।

চেকপোস্টে দায়িত্বরত এক বিজিবি সদস্য ডেইলি স্টারকে বলেন, সকালে এক কৃষক মর্টার শেলটি আমাদের কাছে নিয়ে আসে। পরে আমরা নিরাপত্তার জন্য সেটি সড়কের পাশে খালি জায়গায় রেখে সড়কটিতে চলাচল বন্ধ করে রেখেছি।

কিছু সময় পর এগুলো বাইশফাঁড়িতে নিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি।

কিছু সময় আগে ঘটনাস্থলে সেনাবাহিনীর বোম্ব ডিফিউজাল টিম এসেছে। মর্টার শেলটিকে নিরাপদে সরিয়ে নেওয়া হবে বলে জানা গেছে।

ছবি: স্টার

বান্দরবানে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ওপারে মিয়ানমারে সংঘাত ও গোলাগুলিতে এ পর্যন্ত বাংলাদেশে দুই জন নিহত হয়েছে। দেশটি থেকে বাংলাদেশি পালিয়ে এসেছেন তিন শতাধিক মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্য। গোলাগুলিতে আতঙ্কে আছেন সীমান্তের মানুষ।

Comments