তারে ঘুড়ি, এক ঘণ্টা পর মেট্রোরেল সার্ভিস চালু

ঘুড়ি সরানোর পর আবার মেট্রোরেল সেবা চালু হয়
ছবি ভিডিও থেকে নেওয়া

মেট্রোরেলে ঘুড়ি আটকে যাওয়ায় মতিঝিল থেকে উত্তরা মেট্রোরেল সার্ভিস চলাচল আজ ব্যাহত হয়েছে বলে জানা গেছে।

তবে ঘণ্টাখানেক পর আবার রেলসেবা চালু হয় বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

এর আগে মেট্রোরেলে থাকা যাত্রীরা জানান, কাজীপাড়ায় মেট্রোরেলের পাওয়ার ক্যাবলে একটি ঘুড়ি আটকে যাওয়ায় মেট্রো রেল সার্ভিস বন্ধ হয়ে যায়।

কাজী ফয়সাল নামে এক যাত্রী দ্য ডেইলি স্টারকে জানান, কাজীপাড়ায় স্টেশনের পাশে একটি ঘুড়ি আটকে যাওয়ায় ট্রেন সার্ভিস বন্ধ করা হয়। ট্রেন বন্ধ থাকায় তিনি স্টেশন থেকে নেমে রিকশায় করে তার গন্তব্যে রওনা হন বলে জানান।

মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক আজ দুপুর দেড়টার দিকে ডেইলি স্টারকে জানান, অনেকে ঘুড়ি ওড়াচ্ছেন। বিষয়টি কী হয়েছে তা জেনে বিস্তারিত বলতে পারবেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূইয়া ডেইলি স্টারকে জানান, শেওড়াপাড়া বা কাজীপাড়া এলাকায় ঘুড়ির কারণে মেট্রোরেল সার্ভিস কিছু সময়ের জন্য ব্যাহত হয়। ঘুড়িটি সরানো হয়েছে। রেলসেবা চালু হয়েছে।

Comments