‘বাংলা ভাষায় আমরা এক’ কলকাতা থেকে ঢাকার পথে ১০ সাইক্লিস্ট

২১শে ফেব্রুয়ারিতে তারা ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন।
আজ রোববার বিকেলে তারা ফরিদপুরে পৌঁছান। ছবি: ভাষা সূত্রের সৌজন্যে

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে সাইকেলে ঢাকা আসছেন ১০ ভারতীয়।

'বাংলা কখনো হয় না ভাগ, বাংলা ভাষায় আমরা এক' প্রতিপাদ্য নিয়ে সাইক্লিস্ট দলটি গত ১৫ ফেব্রুয়ারি কলকাতার প্রেসক্লাব থেকে যাত্রা শুরু করে। 

গত শুক্রবার তারা বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং আজ রোববার বিকেলে ফরিদপুর পৌঁছায়।

গত ১৫ ফেব্রুয়ারি কলকাতার প্রেসক্লাব থেকে যাত্রা শুরু করে সাইক্লিস্ট দলটি। ছবি: ভাষা সূত্রের সৌজন্যে

বর্তমানে তারা ফরিদপুর সার্কিট হাউজে অবস্থান করছেন বলে 'ভাষা সূত্র' নামে সাইক্লিস্ট দলটির নেতৃত্ব দেওয়া স্বরজিৎ রায় দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

টেলিফোনে কথা হলে তিনি জানান, আগামীকাল তারা ফরিদপুর থেকে পদ্মা পাড়ি দিয়ে দোহারের মৈনট ঘাট হয়ে ঢাকায় প্রবেশ করবেন।

ঢাকায় তাদের সঙ্গে আরও দুইজন শিল্পী যোগ দেবেন বলেও জানান তিনি। 

বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন সাইক্লিস্ট দলটিকে সর্বাত্মক সহযোগিতা করছে।

২০১২ সাল থেকে প্রতিবছর 'ইন্দো-বাংলা ক্রস বর্ডার ইন্টারন্যাশনাল সাইকেল র‌্যালি' শিরোনামে ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে কলকাতা থেকে ঢাকা আসছেন ভারতীয় সাইক্লিস্টরা। 

এবারও ২১শে ফেব্রুয়ারিতে তারা ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন।

Comments