অতিরিক্ত আইজিপি হলেন ১৪ জন

ছবি: সংগৃহীত

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতি. আইজিপি) করা হয়েছে।

আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের দেওয়া দুটি আলাদা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গ্রেড-২ এর আওতায় তারা এ পদোন্নতি পেয়েছেন।

১৪ জনের মধ্যে জন ১০ জনকে সুপারনিউমারি 'অতিরিক্ত পুলিশ মহাপরির্দশক' ও চারজনকে 'অতিরিক্ত পুলিশ মহাপরির্দশক' হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

ওই ১০ উপমহাপরিদর্শক হলেন—পুলিশ টেলিকমের একেএম শহিদুর রহমান, ট্রেনিং ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট ময়নুল ইসলাম, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের গোলাম কিবরিয়া, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কুসুম দেওয়ান, পুলিশ টেলিকমের বশির আহম্মদ, পুলিশ অধিদপ্তরের আনোয়ার হোসেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার ও ড. খ. মহিদ উদ্দিন এবং রংপুর রেঞ্জের আবদুল বাতেন। 

বাকি চার উপমহাপরিদর্শক হলেন—পুলিশ অধিদপ্তরের খন্দকার লুৎফুল কবির, অ্যান্টি টেররিজম ইউনিটের আবদুল আলীম মাহমুদ, হাইওয়ে পুলিশের মাসুদুর রহমান ভূঞা ও পুলিশ অধিদপ্তরের তওফিক মাহবুব চৌধুরী।

Comments

The Daily Star  | English

From subsistence to commercial farming

From the north-western bordering district Panchagarh to the southern coastal district Patuakhali, farmers grow multiple crops to sell at markets

1h ago