‘পুলিশ সপ্তাহ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী এ বছর রেকর্ড ৪০০ পুলিশ ও র‌্যাব সদস্যকে সম্মানজনক পুলিশ পদক তুলে দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফাইল ফটো

পুলিশ সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে তিনি ছয় দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী এ বছর রেকর্ড ৪০০ পুলিশ ও র‌্যাব সদস্যকে সম্মানজনক পুলিশ পদকও তুলে দেন।

পুলিশ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য কুচকাওয়াজ। ছবি: স্টার

পুলিশ জানিয়েছে, ২০২২ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত পুলিশ ও র‌্যাব সদস্যদের সাহসিকতা, অপরাধ মোকাবিলা, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, দক্ষতা, সততা, শৃঙ্খলা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ এই পদক দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ৩৫ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও ৬০ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) দেওয়া হবে। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর ৯৫ সদস্য বিপিএম (সেবা) ও ২১০ জন পিপিএম (সেবা) পুরস্কার পাবেন।

পুলিশ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য কুচকাওয়াজ। ছবি: স্টার

প্রধানমন্ত্রী একটি খোলা জিপে চড়ে বাংলাদেশ পুলিশের কুচকাওয়াজ পর্যবেক্ষণ করেন এবং সালাম গ্রহণ করেন।

পুলিশ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন পুলিশ বাহিনী বর্ণাঢ্য এই কুচকাওয়াজ করেছে।

Comments

The Daily Star  | English

Govt to form commissions to reform 6 key sectors: Yunus

The commissions are expected to start their functions from October 1 and they are expected to complete their work within the next three months, said Chief Adviser Prof Muhammad Yunus in his televised address to the nation

2h ago