সুপ্রিম কোর্ট বার নির্বাচন: প্রথম দিন ভোট দিলেন ৩২৬১ আইনজীবী

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদকসহ ১৪টি কার্যনির্বাহী পদের জন্য বার্ষিক নির্বাচনে দুই দিনব্যাপী ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার নির্বাচনের প্রথম দিনে মোট ৭ হাজার ৮৮৮ আইনজীবীর মধ্যে ৩ হাজার ২৬১ জন ভোট দিয়েছেন।

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল হাসান দ্য ডেইলি স্টারকে জানান, অ্যাসোসিয়েশন মিলনায়তনে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় আবার ভোট শুরু হবে এবং বিকেল ৫টা পর্যন্ত চলবে।

বার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, এবার মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এবং বিএনপিপন্থী বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের মধ্যে।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে জ্যেষ্ঠ আইনজীবী আবু সাঈদ সাগর ও শাহ মঞ্জুরুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সভাপতি ও সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন যথাক্রমে জ্যেষ্ঠ আইনজীবী এএম মাহবুব উদ্দিন খোকন ও মো. রুহুল কুদ্দুস কাজল।

এ ছাড়া, সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান ও মো. ইউনুস আলী আকন্দ।

সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন নাহিদ সুলতানা যূথী ও ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া।

গত বছর একতরফা নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সব পদে জয়লাভ করে।

বিএনপিপন্থী আইনজীবীরা নির্বাচনে ভোট দেননি। তারা সেই নির্বাচনকে 'প্রহসনের নির্বাচন' বলে দাবি করেন।

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Child rape cases in Bangladesh have surged by nearly 75 percent in the first seven months of 2025 compared to the same period last year, according to data from Ain o Salish Kendra (ASK).

3h ago