প্রীতি উরাংয়ের মৃত্যু: সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার দাবিতে ২৫ নাগরিকের বিবৃতি

ঢাকার মোহাম্মদপুরে দ্য ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় ১৫ বছরের গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন দেশের ২৫ নাগরিক।

গতকাল বুধবার এক বিবৃতিতে তারা এ দাবি জানান।

গত ৬ ফেব্রুয়ারি আশফাকুল হকের অষ্টম তলার ফ্ল্যাট থেকে পড়ে প্রীতির মৃত্যু হয়।

প্রীতির বাবা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাকেশ উরাংয়ের দায়ের করা মামলায় আশফাকুল হক ও তার স্ত্রী কারাগারে আছেন।

বিবৃতিতে বলা হয়, গত বছরের ৬ আগস্ট সৈয়দ আশফাকুল হকের বাসায় ৭ বছর বয়সী অপর এক শিশু গৃহশ্রমিক ফেরদৌসী নয় তলা থেকে পড়ে প্রাণে বাঁচলেও তাকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। এই ঘটনায় মামলা হলেও আসামি সৈয়দ আশফাকুল হক তার স্ত্রী মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।

এসব ঘটনা উদ্বেগজনক জানিয়ে নাগরিকেরা বলেন, 'হতদরিদ্র প্রান্তিক চা শ্রমিকের পরিবারের পক্ষে সমাজের প্রভাবশালীদের বিরুদ্ধে মামলা পরিচালনা করা অতি দুরূহ ব্যপার। এই ঘটনায় সঠিক ও প্রভাবমুক্ত তদন্ত ও ন্যায়বিচারের লক্ষ্যে রাষ্ট্র ও নাগরিক সমাজের দৃষ্টি থাকা প্রয়োজন। আমরা প্রীতি উরাং এর মত্যুর ঘটনায় সুষ্টু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানাচ্ছি।'

বিবৃতিতে সই করেন

সুলতানা কামাল, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা; রাশেদা কে. চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা; রামেন্দু মজুমদার, সভাপতিমন্ডলীর সদস্য, সম্মিলিত সামাজিক আন্দোলন; ডা. সারওয়ার আলী, ট্রাস্টি, মুক্তিযুদ্ধ জাদুঘর; অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, সভাপতি, সম্মিলিত সামাজিক আন্দোলন; রানা দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ; ডা. ফওজিয়া মোসলেম, সভাপতি, মহিলা পরিষদ; এস এম এ সবুর, সভাপতি, বাংলাদেশ কৃষক সমিতি; খুশী কবির, মানবাধিকার কর্মী;      এম. এম. আকাশ, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়;    রোবায়েত ফেরদৌস, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়; সালেহ আহমেদ, সাধারণ সম্পাদক, সম্মিলিত সামাজিক আন্দোলন; পারভেজ হাসেম, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট; আবদুল ওয়াহেদ, কার্যকরী সভাপতি, জাতীয় শ্রমিক জোট; এ  কে আজাদ, সংস্কৃতি কর্মী;    অ্যাডভোকেট জীবনানন্দ জয়ন্ত, সংগঠক, গণজাগরণ মঞ্চ; ড. নুর মোহাম্মদ তালুকদার, সভাপতি, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি; ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা, সহযোগী অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; ফারহা তানজীম তিতিল, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ; মেইনথিন প্রমীলা, কোষাধ্যক্ষ, বাংলাদেশ আদিবাসী ফোরাম;    আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব); দীপায়ন খীসা, কেন্দ্রীয় সদস্য, বাংলাদেশ আদিবাসী ফোরাম; রেজাউল কবির, সাধারণ সম্পাদক, খেলাঘর; প্রিসিলা রাজ, লেখক ও  গবেষক ও গৌতম শীল, সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল)।

Comments

The Daily Star  | English

CSA getting scrapped

The interim government yesterday decided in principle to repeal the Cyber Security Act which has been used to curb press freedom and supress political opposition.

2h ago