১৬ রমজান থেকে এক ঘণ্টা বেশি চলবে মেট্রোরেল

ইফতারের সময় যাত্রীরা ২৫০ মিলিমিটার পানির বোতল বহনের সুযোগ পাবেন।
মেট্রোরেল
মেট্রোরেল। ছবি: স্টার ফাইল ফটো

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে যে, আগামী ১৬ রমজান থেকে ঈদ পর্যন্ত ট্রেন চলাচলের সময় এক ঘণ্টা বাড়িয়ে দেওয়া হবে।

বর্তমানে একজন যাত্রী উত্তরা প্রান্ত থেকে রাত ৮টা পর্যন্ত এবং মতিঝিল প্রান্ত থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত মেট্রোরেলে চড়তে পারেন।

তবে ১৬ রমজান থেকে তারা উত্তরা প্রান্ত থেকে রাত ৯টা পর্যন্ত এবং মতিঝিল প্রান্ত থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত মেট্রোরেলে চড়তে পারবেন।

এ ছাড়া, রমজানের প্রথম দিন থেকেই পিক আওয়ার বাড়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইফতারের সময় যাত্রীরা ২৫০ মিলিমিটার পানির বোতল বহনের সুযোগ পাবেন।

আজ রোববার মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

Comments