হোলির রঙে রঙিন

প্রেম শুধুই ভালবাসা, প্রেমিক-প্রেমিকা কিংবা স্বামী-স্ত্রীর মধ্যেই নয়, বরং মানুষে-মানুষে মানুষে-প্রকৃতি কিংবা মানুষের সঙ্গে প্রাণিজগতের প্রেমই এখানে প্রধান হিসেবে বিবেচ্য হয়ে আসছে শত শত বছর ধরে। আর সেই চিরন্তনী মেনেই আজ এমন ‘হোলি উৎসব’।
ছবি: প্রবীর দাশ/স্টার

আজ দোল পূর্ণিমার 'হোলি উৎসব'। এই উৎসবে যোগ দিয়েছেন, আনন্দে মেতেছেন সনাতন ধর্মাবলম্বী কচিকাঁচা থেকে তরুণ-প্রবীণ।

ছবি: প্রবীর দাশ/স্টার

হিন্দুধর্ম মতে, দ্বাপর যুগে এই দিনে মথুরার বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রেমিকা রাধার সঙ্গে এভাবে হোলি খেলেছিলেন। শাশ্বত সেই প্রেমকাহিনী বাঙালি-অবাঙালির হৃদয়ে আজও লালিত।

ছবি: প্রবীর দাশ/স্টার

প্রেম শুধুই ভালবাসা, প্রেমিক-প্রেমিকা কিংবা স্বামী-স্ত্রীর মধ্যেই নয়, বরং মানুষে-মানুষে মানুষে-প্রকৃতি কিংবা মানুষের সঙ্গে প্রাণিজগতের প্রেমই এখানে প্রধান হিসেবে বিবেচ্য হয়ে আসছে শত শত বছর ধরে।

ছবি: প্রবীর দাশ/স্টার

আর সেই চিরন্তনী মেনেই আজ এমন 'হোলি উৎসব'।

ছবি: প্রবীর দাশ/স্টার

কেউ লাল, তো কেউ হলুদ-নীল মেশানো আবির মেখেছেন মুখে। সবাই সমবেত হয়েছেন কিংবা রয়েছেন বন্ধু-স্বজনদের সঙ্গে আবির খেলার আমেজে।

ছবি: প্রবীর দাশ/স্টার

নানা রঙের পোশাকগুলোও যেন আজ আরও রঙিন।

ছবি: প্রবীর দাশ/স্টার

রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে হোলি উৎসবের ছবিগুলো তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী প্রবীর দাশ।

Comments

The Daily Star  | English

Yunus’ economic gambit paying off

Two months ago, as Professor Muhammad Yunus waded into Bangladesh’s unprecedented political turmoil, he inherited economic chaos by default.

23m ago