পোশাক শ্রমিকদের জন্য ঈদের বিশেষ ট্রেন আজ থেকে

ছবি: সংগৃহীত

পোশাক শ্রমিকদের ঈদযাত্রার সুবিধার্থে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত বিশেষ ট্রেন চলাচল শুরু হবে আজ রাত ১১টা থেকে।

জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশন মাস্টার আবু হানিফ আলী দ্য ডেইলি স্টারকে বলেন, এই রুটে টানা তিন দিন তিনটি বিশেষ ট্রেন চলবে।

ট্রেনগুলো ঈদের পরের দিন থেকে শুরু করে টানা তিন দিন ফিরতি যাত্রা করবে বলেও জানান তিনি।

প্রতিটি ট্রেনে মোট আসন সংখ্যা ৭১৬টি, যার মধ্যে ২৪টি প্রথম শ্রেণীর আসন। এসব ট্রেনের টিকিটও অনলাইনে পাওয়া যাবে।

আবু হানিফ বলেন, ট্রেন ছাড়ার দুই ঘণ্টা আগে জয়দেবপুর স্টেশন থেকে আসনবিহীন টিকিট দেওয়া হবে।

বাংলাদেশ গার্মেন্টস ওয়ার্কার্স ট্রেড ইউনিয়ন সেন্টারের গাজীপুর জেলা সভাপতি জিয়াউল কবির খোকন এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন। তবে, তিনি সন্দেহ প্রকাশ করেন যে কতজন পোশাক শ্রমিক এই বিশেষ ট্রেন সম্পর্কে জানেন তা নিয়ে।

তিনি বলেন, 'আমাদের সংগঠনের পক্ষ থেকে সবাইকে এই বিশেষ ট্রেন সম্পর্কে জানাতে পারলে ভালো হবে। তাদের এটা জানা দরকার।'

Comments

The Daily Star  | English

Israel strikes Iran

‘Nuclear plant, military sites’ hit; state of emergency declared in Israel fearing Iranian retaliation

21m ago