চাঁদপুরে অর্ধশত গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে আজ ঈদ। ঈদের নামাজ আদায় করেছেন গ্রামের মানুষেরা। ছবি: সংগৃহীত

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে আজ বুধবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

সকাল ৯টায় হাজীগঞ্জ সাদ্রা দরবার শরীফে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মুফতি আল্লামা যাকারিয়া চৌধুরী আল মাদানী।

তিনি বলেন, বুধবার সৌদি আরব, পাকিস্তানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখা গেছে। আমরা একদিন আগে ৩০ রোজা পূর্ণ করেছি।

বুধবার সকাল ৯টায় সাদ্রা মাজার কমপ্লেক্স মাঠে ঈদের নামাজ আদায় হয়। এতে ইমামতি করেন পীর ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী।

এদিকে সকাল ১০টায় ফরিদগঞ্জের টোরা মুন্সিরহাট জামে মসজিদে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা আকরাম হোসেন।

বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী বলেন, ১৯২৮ সাল থেকে সৌদি আরবসহ আরব দেশসমূহের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের নিয়ম চালু হয়। আর তখন থেকেই হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উত্তর উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রামের প্রায় অর্ধ লাখ মুসুল্লি এই নিয়ম অনুসরণ করে আসছেন।

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The Inspector General of Police (IGP) has issued a comprehensive new dress code titled Police Dress Rules, 2025, detailing rank-wise uniforms and accessories for all Bangladesh Police members.

3h ago