এখনও ভিসা পাননি ৩৮ হাজার হজযাত্রী

৪১৫ হজযাত্রী নিয়ে সৌদির পথে প্রথম হজ ফ্লাইট
হজ ফ্লাইটের উদ্দেশে আশকোনাস্থ হজক্যাম্প থেকে বের হচ্ছেন হজযাত্রীরা। ছবি: প্রবীর দাশ/স্টার

শনিবার আবেদনের সময়সীমা শেষ হতে চললেও এখন পর্যন্ত ভিসা পাননি ৩৮ হাজার হজযাত্রী।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে বেসরকারি হজ এজেন্সিগুলোকে সতর্ক করেছে এবং জোর দিয়ে বলেছে যে নির্ধারিত সময়সীমার মধ্যে হজযাত্রীদের ভিসা নিশ্চিত করতে না পারলে এই দায়ভার তাদের নিতে হবে।

এই অনিশ্চয়তার মধ্যেই গতকাল বৃহস্পতিবার থেকে চলতি বছরের হজ ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে।

বিমানের প্রথম হজ ফ্লাইটটি ৪১৫ হজযাত্রী নিয়ে সকাল ৭টায় জেদ্দার উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দর থেকে যাত্রা করে।

সৌদিয়া ও ফ্লাইনাসও গতকাল থেকে হজ ফ্লাইট পরিচালনা শুরু করেছে।

ঢাকার আশকোনা হজ কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১ হাজার ৬৭৬ জন হজযাত্রী চারটি ফ্লাইটে সৌদি আরব গেছেন।

এ বছর ৮৫ হাজার ২৫৭ বাংলাদেশি হজ করতে সৌদি আরবে যাবেন। এর মধ্যে বিমান ৪২ হাজার ৬২৯ জন যাত্রী বহন করবে এবং বাকি যাত্রী বহন করবে সৌদি আরবের দুটি এয়ারলাইনস।

মোট হজযাত্রীর মধ্যে ৮০ হাজার ৮৩৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৪ হাজার ৪১৯ জন সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

বিমান হজের আগে ১১৬টি এবং হজ শেষে ফিরতি ১২৫টি ফ্লাইট পরিচালনা করবে।

এ বছর চাঁদ দেখা সাপেক্ষে ১৬ জুন হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আশকোনা হজ অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য নির্ধারিত ৪ হাজার ৩২২ জন হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে।

এ ছাড়া, বেসরকারি ব্যবস্থাপনার ৪৩ হাজার হজযাত্রীর ভিসা প্রক্রিয়া করা হয়েছে।

আশকোনা হজ ক্যাম্প থেকে ঢাকা বিমানবন্দরের দিকে যাচ্ছেন হজযাত্রীরা। এ বছরের হজ ফ্লাইট শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার। ছবি: প্রবীর দাশ/স্টার

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

2h ago