সকালের বৃষ্টিতে ডুবেছে সড়ক

সকালে আকাশ কালো করে নামা বজ্রসহ ঝড়ো বৃষ্টিতে নগরের অনেক সড়ক পানিতে ডুবে যায়
রাজধানীর কাজীপাড়ায় বৃষ্টিতে রাস্তায় পানি জমে যায়। ছবি: নীলিমা জাহান/ স্টার

রাজধানীকে আজ সকাল থেকে মুষলধারে হওয়া বৃষ্টিতে ডুবে গেছে রাস্তাঘাট।

সকালে আকাশ কালো করে নামা বজ্রসহ ঝড়ো বৃষ্টিতে নগরের ব্যস্ত সড়ক পানিতে ডুবে যায়। দুর্ভোগে পড়েন কাজে বেরোনো মানুষজন।

মিরপুরের কাজীপাড়ায় সড়কে পানি উঠে যান চলাচল ব্যাহত হয়। রিকশাগুলো প্রায় অর্ধেক পানির নিচে ডুবে যায় বলে জানান আমাদের প্রতিবেদক। স্কুলগামী শিশু ও কর্মস্থলে যাওয়া মানুষজন চরম দুর্ভোগে পড়েন।

আজ সকালের বৃষ্টিতে রাজধানীর মিরপুরের কাজীপাড়ার সড়ক পানিতে ডুবে যায়। ছবি: নীলিমা জাহান/ স্টার

এদিকে রাজধানীর অন্যান্য স্থানেও সড়কে পানি ওঠার খবর পাওয়া গেছে।

রাজধানীর গ্রিনরোড এলাকা। ছবি: মুনতাকিম সাদ/ স্টার

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, আবহাওয়া অধিদপ্তর সকাল ৬টা থেকে সকাল ৯টার মধ্যে ঢাকায় ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত এবং ঘণ্টায় ৫২ কিলোমিটার বেগে কালবৈশাখি বয়ে যায়।

মিরপুর ১০ নম্বর এলাকা থেকে তোলা ছবি। ছবি: চৈতন্য হালদার/ স্টার

গতকাল শুক্রবার আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছিল, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

রাজধানীর কাজীপাড়া এলাকা। ছবি: নীলিমা জাহান/ স্টার
রাজধানীর কলাবাগান এলাকা। ছবি: মুনতাকিম সাদ/ স্টার

 

Comments