মানিকগঞ্জে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে মাদার স্ক্যানু ও ক্যাঙ্গারু মাদার কেয়ার ইউনিট চালু

নবজাতক মৃত্যুর হার কমানোর লক্ষ্যে নবজাতকদের জন্মের পূর্ব থেকেই প্রসূতি মায়েদেরকে করটিকোস্টেরয়েড ইনজেকশন দেওয়ার মাধ্যমে নবজাতক মৃত্যুহার কমানোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. আয়েশা ডি কস্তা।
এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশে গবেষণা কার্যক্রম শুরু হয়েছে বলে জানান তিনি।
শনিবার মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে 'ছোট ও অসুস্থ নবজাতকদের যত্ন' বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালকের কার্যালয়ের উদ্যোগে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠান প্রজন্ম রিসার্স ফাউন্ডেশনের সহায়তায় আয়োজিত প্রশিক্ষণে অংশ নেন গবেষণায় নিয়োজিত চিকিৎসক ও নার্সিং কর্মকর্তারা।
এ দিন মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে মাদার স্ক্যানু এবং ক্যাঙ্গারু মাদার কেয়ার ইউনিট চালু করা হয়। প্রতিষ্ঠানের চেয়ারপারসন আফরোজা খানম রিতা দুপুর ১২টায় এর উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন নবজাতকের স্বাস্থ্য বিষয়ক জাতীয় কারিগরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. আয়েশা ডি কস্তা, মিস ম্যারিয়ান ওয়াশিংটন ও মিস ক্যালেইগ এ্যান রাইয়ান।
আরও উপস্থিত ছিলেন কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. জহিরুল করিম ও মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আখতারুজ্জামান।
Comments