ধর্ম নিয়ে ‘কটূক্তি’র অভিযোগে সংঘর্ষ-আগুন, গ্রেপ্তার ২

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে মাগুরার শ্রীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে সংঘর্ষ ও বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসনীম আলম দ্য ডেইলি স্টারকে সোমবার জানান, জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে।

গতকাল ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে দুটি হিন্দু বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা। এ সময় পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া এবং কয়েক রাউন্ড গুলির ঘটনা ঘটে।

গ্রামবাসীর ছোড়া ইট পাটকেলের আঘাতে পুলিশের অন্তত ১৫ জন আহত হয়। অন্যদিকে পুলিশের ছোড়া রাবার বুলেটে অর্ধ শতাধিক আহত হয়েছে।

এলাকাবাসী জানায়, গতকাল সকালে ধর্ম নিয়ে কটুক্তি করা নিয়ে সংঘর্ষের শুরু হয়। সকাল সাড়ে ১০টার দিকে গ্রামের কয়েকজন অভিযুক্ত যুবককে বাড়ি থেকে ধরে এনে মারধর করে আটকে রাখে। শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘেরাও করে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে হামলাকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে।

পরে গতকাল বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ অন্যান্যদের সহযোগিতায় অভিযুক্ত যুবককে থানায় নিয়ে যাওয়া হয়। এসময় উত্তেজিত এলাকাবাসী ওই যুবকের বাড়ি এবং প্রতিবেশী আরেক বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

মাগুরা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা ডেইলি স্টারকে বলেন, ফেসবুকে কটুক্তিকারী যুবককে গ্রামে আটক করে মারধর করা হচ্ছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজিত এলাকাবাসী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে ফাঁকা কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়। পরে ওই যুবককে আটক করে থানায় নেওয়া হয়। এখন পরিস্থিতি শান্ত আছে।

সংঘর্ষে আহতরা মাগুরা ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

Comments

The Daily Star  | English
Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman

‘BNP’s 31-point charter embodies public will’

Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman, speaks to The Daily Star

13h ago