এবার আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশে আজ বিকেল থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, সিগনাল ব্যবস্থার দুর্বলতায় মেট্রোরেল চলাচল বিঘ্নিত হচ্ছে।
মেট্রোরেলের উদ্বোধনী যাত্রা। ছবি: শেখ এনামুল হক/স্টার

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশে আজ বিকেল থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, সিগনাল ব্যবস্থার দুর্বলতায় মেট্রোরেল চলাচল বিঘ্নিত হচ্ছে।

এর আগে আজ সোমবার সকালে উত্তরা উত্তর থেকে মতিঝিলের মধ্যে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। সকাল সাড়ে ৭টা থেকে প্রায় দেড় ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ থাকে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ত্রুটির কারণে এ সমস্যা হয়েছিল বলে মেট্রোরেল কর্তৃপক্ষের এক কর্মকর্তা সকালে জানান।

বিকেলে আবার মেট্রোরেল বন্ধ হয়ে যাওয়ার কারণ সম্পর্কে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, সিগনাল ব্যবস্থার দুর্বলতার কারণে বিকেল ৫টা থেকে  আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা সমস্যাটি খুঁজে বের করার চেষ্টা করছি।

তবে, উত্তরা-আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচল করছে বলে বিকেল সাড়ে ৫টার দিকে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন এম এ এন সিদ্দিক।

 

Comments