ঈদুল আজহার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২ জুন থেকে

ঈদুল আজহার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি
প্রতীকী ছবি

ঈদুল আজহায় যাত্রীদের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে আগামী ২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে।

আজ মঙ্গলবার রেলভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী জিল্লুল হাকিম এ তারিখ ঘোষণা করেন।

১২ জুনের টিকিট বিক্রি হবে ২ জুন, এবং ১৩, ১৪, ১৫ এবং ১৬ জুনের টিকিট বিক্রি হবে যথাক্রমে ৩, ৪, ৫ ও ৬ জুন।

রেলওয়ে ১০ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে জানিয়ে মন্ত্রী বলেন, আগের মতো এবারও সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

7h ago