ঢাকা থেকে লঞ্চ চলাচল শুরু

ঘূর্ণিঝড় রিমালের কারণে লঞ্চ চলাচল বন্ধ ছিল
স্টার ফাইল ছবি

ঘূর্ণিঝড় রিমালের প্রভাব শেষ হওয়ায় ঢাকা নদীবন্দর থেকে অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঘূর্ণিঝড় রিমালের প্রভাব শেষ আবহাওয়া সংকেত অনুসরণ করে আজ  দুপুর ১২টা থেকে ঢাকা নদীবন্দর থেকে অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ পুনরায় চলাচল শুরু হয়েছে।

গত ২৫ মে ঘূর্ণিঝড় 'রিমালʼ-এর কারণে ঢাকা নদীবন্দর থেকে অভ্যন্তরীণ নৌপথের সব লঞ্চ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

Comments