মন্ত্রীর বাসার লিফটে কর্মকর্তাকে মারধরে আরেক কর্মকর্তা বরখাস্ত

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আবদুর রহমানের বাসার লিফটে প্রাণিসম্পদ অধিদপ্তরের এক কর্মকর্তাকে মারধর করার অভিযোগে আরেক কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (লিভ, ডেপুটেশন অ্যান্ড ট্রেনিং রিজার্ভ) মো. আজিজুল ইসলাম। ছবি: সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আবদুর রহমানের বাসার লিফটে প্রাণিসম্পদ অধিদপ্তরের এক কর্মকর্তাকে মারধর করার অভিযোগে আরেক কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া মো. আজিজুল ইসলাম মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (লিভ, ডেপুটেশন অ্যান্ড ট্রেনিং রিজার্ভ) পদে ছিলেন। অভিযোগকারী মলয় কুমার শূর প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন)।

গত ১৩ জুন রাতে রাজধানীর পরীবাগ এলাকার দিগন্ত টাওয়ারে মন্ত্রীর বাসার লিফটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয়।

আজ বুধবার প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আজিজুলকে বরখাস্ত করার কথা জানানো হয়েছে। এতে বলা হয়, আজিজুলকে সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮ অনুযায়ী চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে তাকে বরখাস্ত করার কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

Comments

The Daily Star  | English

$14b export data puzzle is unnerving

You can lie with data or illuminate the truth with data. And there’s something in between -- half-truths.

1h ago