মদ পানে গৃহবধূর মৃত্যু
রাজধানীর ভাটারা এলাকায় মদ পান করে অসুস্থ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মৃত ঈশিতা রানী মণ্ডল গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার বাসিন্দা বিপ্লব মল্লিকের স্ত্রী।
এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে গাছা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
গাছা থানার তদন্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'বৃহস্পতিবার ভোররাতে ঢাকার ভাটারা এলাকায় মদ পান করে অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূ মারা যায়।'
তিনি জানান, ভাটারা থানা পুলিশ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পারিবারিক সূত্র জানায়, ঈশিতা রানী মণ্ডলের স্বামী বিপ্লব মল্লিক স্টেশনারি ব্যবসায়ী। তাদের দুই মেয়ে রয়েছে।
গাছা থানা সূত্রে জানা গেছে, গত ১৭ জুন ভাটারা এলাকায় পারিবারিক অনুষ্ঠানে মদ পান করে অসুস্থ হয়ে পড়েন ঈশিতা। পরদিন বিকেলে স্বজনরা তাকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে রাত ৯টার দিকে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।
Comments