সরকারি ৫৬ প্রতিষ্ঠানের কাছে বিভিন্ন ব্যাংকের পাওনা ৫১ হাজার কোটি টাকা

সংসদ
জাতীয় সংসদ ভবন। স্টার ফাইল ফটো

চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত দেশের মোট ৫৬টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকের পাওনা ছিল প্রায় ৫১ হাজার ৩৯১ কোটি টাকা।

আজ সোমবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ তথ্য জানিয়েছেন। 

অর্থমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ৫৬ সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কাছে ব্যাংকগুলোর পাওনা ১৫ হাজার ৫৫০ কোটি টাকা।

সবচেয়ে কম পাওনা ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭৮ লাখ টাকা।

নোয়াখালী-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মোরশেদ আলমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ পরিসংখ্যান দেন।

সরকারি অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে চিনিকলগুলোর কাছে ৭ হাজার ৮১৩ কোটি টাকা, সার, কেমিক্যাল ও ওষুধ সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানের কাছে ৭ হাজার ২৫০ কোটি ৭১ লাখ টাকা, অন্যান্য নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনের (পাবলিক) কাছে ৬ হাজার ৬০ কোটি ৩৭ লাখ টাকা, টিসিবির কাছে ৫ হাজার ১৮ কোটি ৬০ লাখ টাকা, বাংলাদেশ বিমানের কাছে ৪ হাজার ৪৪১ কোটি ৩৮ লাখ টাকা, খাদ্য মন্ত্রণালয়ের কাছে ৬৪৪ কোটি ৮০ লাখ টাকা, বাংলাদেশ পাটকল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে ৬০৩ কোটি ৪১ লাখ টাকা পাওনা আছে ব্যাংকগুলোর।

এছাড়া, বিভিন্ন সরকারি-বেসরকারি বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের কাছে ৫৮৭ কোটি ৩ লাখ টাকা, বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের কাছে ৫৮০ কোটি ১০ লাখ টাকা, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির কাছে ২৭৭ কোটি ৬০ লাখ টাকা, ইক্যুইটি এন্টারপ্রেনারশিপ ফান্ডের কাছে ২৬৫ কোটি ৯৫ লাখ টাকা, অন্যান্য আর্থিক মধ্যস্থতাকারী সরকারি প্রতিষ্ঠানের কাছে ১৬৫ কোটি টাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাছে ১৪৪ কোটি ৭৮ লাখ টাকা পায়।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

Comments

The Daily Star  | English

Modi gives forces ‘operational freedom’

Vows ‘crushing blow to terrorism’ after meeting top security brass; Pak FM fears ‘imminent incursion’

15m ago