মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন ডিএমডি হুমায়ূন কবীর

মো. হুমায়ূন কবীরকে বরণ করে নেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

মিনিস্টার-মাইওয়ান গ্রুপে নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. হুমায়ূন কবীর।

তিনি দুই দশকেরও বেশি সময় ধরে দেশের অন্যতম বৃহৎ ও স্বনামধন্য অপর একটি ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও হোম-অ্যাপ্লায়েন্স কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন এবং সেখানে সর্বশেষ ডিএমডি হিসেবে অব্যাহতি গ্রহণ করে মিনিস্টার-মাইওয়ান গ্রুপে যোগদান করেন।

দেশীয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং হোম-অ্যাপ্লায়েন্স শিল্পে ইতোমধ্যে তিনি বিশেষ অবদান রেখেছেন।

এ ছাড়া, ব্র্যান্ড মার্কেটিং, ইভেন্ট, পাবলিক রিলেশনস, শো-রুম ম্যানেজমেন্ট, টেলিভিশন ও প্রিন্ট মিডিয়াতে সুদীর্ঘ ২১ বছরের বেশি সময় কাজ করে এসেছেন।

নতুন কর্মস্থল সম্পর্কে মো. হুমায়ূন কবীর বলেন, 'আমাকে সাদরে গ্রহণ করায় আমি সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার পূর্ববর্তী অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের অন্যতম এই ইলেকট্রনিক্স ও হোম-অ্যাপ্লায়েন্স কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে সর্বাত্মক চেষ্টা করবো।'

হুমায়ূন কবীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেন। তরুণ বয়সে তিনি একজন ফুটবল খেলোয়াড় ছিলেন। একজন ক্রীড়া সংগঠক হিসেবেও সারাদেশে তার পরিচিতি রয়েছে। বর্তমানে তিনি ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের আজীবন সদস্য, মিরপুর সিটি ক্লাবের আজীবন সদস্য এবং পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া, হুমায়ূন কবীর নিরাপদ সড়ক চাই এর আজীবন সদস্য এবং দীর্ঘদিন ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

তিনি 'আমরা ভেজাল মুক্ত খাদ্য চাই'র সাধারণ সম্পাদক এবং 'বেটার বাংলাদেশ টুমোরো'র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

2h ago