ড. মুহম্মদ জাফর ইকবালের আলোচিত চিরকুট

কোটা সংস্কারের দাবিতে দেশজুড়ে চলমান আন্দোলনের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা একটি চিরকুট সামাজিক মাধ্যমে আলোচনা তৈরি করেছে।

কোটা সংস্কারের দাবিতে দেশজুড়ে চলমান আন্দোলনের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা একটি চিরকুট সামাজিক মাধ্যমে আলোচনা তৈরি করেছে।

তিনি লিখেছেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয়, আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না। ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে, এরাই হয়তো সেই "রাজাকার"। আর যে কয়দিন বেঁচে আছি, আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন, সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে?'

লেখাটির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, 'এটি আমার হাতে লেখা। কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে আমার একটি লেখার অংশ এটি।'

অধ্যাপক জাফর ইকবালের লেখা চিরকুট

 

Comments