আগামী ৩ দিন সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৩টা

রোববার থেকে মঙ্গলবার আগামী তিন দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি অফিস খোলা থাকবে বলে আজ শনিবার জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।

গণমাধ্যমকে জনপ্রশাসনমন্ত্রী আরও জানান, ব্যাংক, বীমা ও আদালত তাদের নিজস্ব সময় নির্ধারণ করবে।

মঙ্গলবারের পর কারফিউর সময় অনুযায়ী অফিসের সময়সূচি ঠিক করা হবে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার মধ্যে গত সপ্তাহে তিন দিনের (রোববার, সোমবার ও মঙ্গলবার) সাধারণ ছুটির পর বুধবার থেকে সীমিত পরিসরে সরকারি অফিস খুলেছে। বুধ ও বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা ছিল অফিস।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

15h ago