শনিবার পর্যন্ত সকাল ৭টা-রাত ৮টা কারফিউ শিথিল

ছবি: প্রবীর দাশ/স্টার

আগামীকাল বুধবার থেকে শনিবার পর্যন্ত ঢাকায় সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৩ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে।

ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলায় এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। 

অন্যান্য জেলার কারফিউর সময়সীমা নিয়ে সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে বিশেষ বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, 'কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের সব দাবি মেনে নিলেও সহিংসতা থামেনি। তাই, আমরা কারফিউ জারি করতে বাধ্য হয়েছি। আমরা সারাদেশে শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি।'

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে তা শিক্ষামন্ত্রী এবং ইন্টারনেট পুরোপুরি কবে চালু হবে তার সিদ্ধান্ত নেবেন আইসিটি প্রতিমন্ত্রী।

মন্ত্রী আসাদুজ্জামানের সভাপতিত্বে আইনমন্ত্রী আনিসুল হক, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী এবং ডাক প্রতিমন্ত্রী মো. টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের জুনাইদ আহমেদ পলক বৈঠকে উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English
Trump’s remittance tax plan impact on Bangladesh

Trump’s remittance tax plan poses threat to Bangladesh

Trump’s “One Big Beautiful Bill Act" proposes a 5% tax on international money transfers by non-US citizens

3h ago