হয়রানির শিকার শিক্ষার্থীদের পাশে থাকবে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি না করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর প্রতি আহ্বান জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) প্রশাসন।
সেই সঙ্গে কেউ হয়রানির শিকার হলে তাকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
আজ বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে।
কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হলে তাকে ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরে যোগাযোগের পরামর্শ দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের সম্ভাব্য সব সহযোগিতা দেওয়া হবে।
Comments