মাগুরায় সংঘর্ষে নিহত অন্তত ১, আহত ২০

মাগুরায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও ক্ষমতাসীন দলের সংঘর্ষে অন্তত একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

আজ রোববার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

মাগুরা সদর হাসপাতালের ব্রাদার আজিজুল হক জানান, একজন নিহত এবং পুলিশ সদস্যসহ অনেকে আহত হয়েছেন।

তিনি বলেন, 'আমরা আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছি।'

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা পারনান্দুলিয়া এলাকায় মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়। সেখান থেকেই সংঘর্ষ শুরু হয়।

বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ রাবার বুলেট ও টিয়াসশেল নিক্ষেপ করে।

পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বলেন, 'বিক্ষোভকারীদের মধ্যে যারা পুলিশের ওপর হামলা করেছে, তাদের বেশিরভাগই বিএনপি-জামায়াতের লোক।'

তিনি বলেন, 'এখনও সংঘর্ষ চলছে। অনেক পুলিশ কর্মী আহত হয়েছেন। কেউ মারা গেছে কি না, তা এখনই বলতে পারছি না।'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করে আজ থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটির সমন্বয়ক মো. নাহিদ ইসলাম গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আজ থেকেই রাজপথে অবস্থান নেওয়া এবং পুরো আগস্ট জুড়ে রাজপথে অবস্থান অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

Comments

The Daily Star  | English
Amir Khasru Mahmud Chowdhury

People didn't sacrifice to give responsibilities to any 'Great Man': Amir Khasru

"Whichever government is elected by votes will be accountable to the people"

1h ago