যারা নাশকতা করছে তারা ছাত্র নয় সন্ত্রাসী: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা প্রতিবাদের নামে নাশকতা করছে তারা ছাত্র নয়, সন্ত্রাসী।
তিনি দেশবাসীকে এই অপরাধীদের শক্ত হাতে মোকাবিলা করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সারওয়ার-ই-আলম সরকার প্রধানমন্ত্রীর এই বার্তা সাংবাদিকদের জানান।
প্রধানমন্ত্রী এই বার্তা দিলেন যখন সরকারের পদত্যাগের একদফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত অসহযোগ আন্দোলনের প্রথম দিনে ঢাকাসহ সারা দেশ থেকে আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।
Comments