ব্রাহ্মণবাড়িয়ায় দফায় দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত অর্ধশতাধিক

ছবি: সংগৃহীত

আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া।

আজ রোববার সকাল থেকে জেলা সদরসহ বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। পুলিশের ছোড়া রাবার বুলেটে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ১০ জন।

সকালে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শহরের বিরাসার মোড়ে শিক্ষার্থীরা মিছিল বের করলে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে দেখা যায়। পাশাপাশি ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

শহরের সরকারি মডেল স্কুলের সামনে থেকে নারী শিক্ষার্থীরা মিছিল বের করার সময় ছাত্রলীগ নেতাকর্মীরা তাদেরকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। এতে কমপক্ষে ১৫-২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে অন্তত ১০ জন গুলিবিদ্ধ হন।

আশুগঞ্জে থানা ফটকে হামলা চালিয়ে এর সামনে সামনে রাখা একটি গাড়িতে আগুন দেন বিক্ষুদ্ধরা। আখাউড়ায়, কসবায়, নবীনগরেও ব্যাপক সংঘর্ষ হয়েছে।

চিত্র সাংবাদিককে কুপিয়ে জখম

ব্রাহ্মণবাড়িয়া শহরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের সময় ছবি তুলতে গেলে দেশ টিভির স্থানীয় চিত্র সাংবাদিক জয় আহমেদকে কুপিয়ে আহত করে ছাত্রলীগ। দুপুরে শহরতলির বিরাসার এলাকায় এ  ঘটনা ঘটে।

এ সময় তাকে উদ্ধার করতে গেলে আরো কয়েকজন সাংবাদিককে পেটায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

আহত সাংবাদিক জয় আহমেদকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

জয় আহমেদ জানান, সকাল থেকে শহরতলির বিরাসার মোড়ে শিক্ষার্থীরা মিছিল বের করলে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে দেখা যায়। ওই ঘটনার ভিডিও ধারণ করার সময় ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ দেন জেলা ছাত্রলীগের এক নেতা।

Comments

The Daily Star  | English

Yunus promises election on time

Chief Adviser Prof Muhammad Yunus yesterday reaffirmed his commitment to holding the 13th national election in the first half of February next year.

8h ago