আইন-শৃঙ্খলা রক্ষার্থে সেনা-নৌ-বিমান বাহিনীর সঙ্গে বিজিবি-র‍্যাব-পুলিশ-আনসার-কোস্টগার্ড: আইএসপিআর

সারা দেশে আইন-শৃঙ্খলা রক্ষার্থে সেনা, নৌ ও বিমান বাহিনীর সঙ্গে বিজিবি, র‍্যাব, পুলিশ, আনসার ও কোস্টগার্ড সহায়তা করছে।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এতে বলা হয়, সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষার্থে সেনা, নৌ ও বিমান বাহিনীর সাথে বিজিবি, র‍্যাব, পুলিশ, আনসার ও কোস্টগার্ড সহায়তা করছে। এ বিষয়ে সবার সহযোগিতা একান্ত কাম্য।

Comments

The Daily Star  | English

AL govt’s secret surveillance state

From snooping devices carried in backpacks to locate people through their phones to a massive infrastructure that can intercept even end-to-end encryption from a central command centre, the Awami League government had been on an increasingly aggressive trajectory towards building a powerful surveillance state. 

10h ago