আইন-শৃঙ্খলা রক্ষার্থে সেনা-নৌ-বিমান বাহিনীর সঙ্গে বিজিবি-র‍্যাব-পুলিশ-আনসার-কোস্টগার্ড: আইএসপিআর

সারা দেশে আইন-শৃঙ্খলা রক্ষার্থে সেনা, নৌ ও বিমান বাহিনীর সঙ্গে বিজিবি, র‍্যাব, পুলিশ, আনসার ও কোস্টগার্ড সহায়তা করছে।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এতে বলা হয়, সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষার্থে সেনা, নৌ ও বিমান বাহিনীর সাথে বিজিবি, র‍্যাব, পুলিশ, আনসার ও কোস্টগার্ড সহায়তা করছে। এ বিষয়ে সবার সহযোগিতা একান্ত কাম্য।

Comments

The Daily Star  | English
problems faced by Bangladeshi passport holders

The sorry state of our green passports

Bangladeshi passports are ranked among the weakest in the world.

8h ago