ভারতে যাওয়ার চেষ্টা, আখাউড়া থেকে শ্যামল দত্তকে ফিরিয়ে দিল পুলিশ

আখাউড়া স্থল বন্দরে পাসপোর্ট হাতে সাংবাদিক শ্যামল দত্ত। ছবি: সংগৃহীত

সপরিবারে ভারতে যাওয়ার সময় দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তিনি সপরিবারে ভারতে ঢোকার চেষ্টা করেন।

শ্যামল দত্ত জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মো. খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেলে শ্যামল দত্ত তার স্ত্রী ও কন্যাকে নিয়ে ইমিগ্রেশনে প্রবেশ করেন। পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে দেশ ত্যাগে তার নিষেধাজ্ঞা থাকার বিষয়টি জানানো হয়। বিকেল সাড়ে ৪টার দিকে শ্যামল দত্তকে স্ত্রী-কন্যাসহ ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়।

এদিকে, মন্ত্রী-এমপি, রাজনৈতিক নেতা ও সরকারি বেশ কিছু কর্মকর্তার দেশ ত্যাগ ঠেকাতে কঠোর নজরদারি শুরু করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ইতোমধ্যে আখাউড়া চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার নিয়ন্ত্রিত করা হয়েছে। এর ফলে গুরুতর অসুস্থ রোগী ছাড়া অন্য কোনো ভিসাধারী যাত্রী চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করতে পারছেন না।

Comments

The Daily Star  | English

HC clears way for Ishraque’s oath as DSCC mayor

“If they don’t administer the oath, a contempt of court proceedings will be initiated against them"

27m ago