বৃহস্পতিবার থেকে হাইকোর্টের বিচারকাজ চলবে

তবে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে
হাইকোর্ট
ফাইল ছবি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার থেকে আবারও শুরু হচ্ছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া আজ দ্য ডেইলি স্টারকে বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শারীরিক উপস্থিতি বা ভার্চুয়াল পদ্ধতিতে সীমিত পরিসরে কার্যক্রম চলবে।

তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম আগামীকাল সুপ্রিম কোর্টের চেম্বার জজ হিসেবে দায়িত্ব পালন করবেন।

সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি শারীরিক উপস্থিতি বা ভার্চুয়াল পদ্ধতিতে যা সুবিধাজনক মনে করবেন সেভাবে পরিচালনা করবেন জানিয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বলেন, এ বিষয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Comments