কাশিমপুর কারাগারে ৬ বন্দির মরদেহ উদ্ধার

আজ বিকেল ৫টায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে মরদেহগুলো দেখা গেছে।
স্টার ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ছয় বন্দির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মরদেহ বর্তমানে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে।

আজ বুধবার বিকেল ৫টায় হাসপাতালটির মর্গে এসব মরদেহ দেখা গেছে।

তবে, এখনো তাদের পরিচয় জানা যায়নি।

কর্তৃপক্ষের ধারণা, মঙ্গলবার কারাগারে ভিতরে ও বাইরে হামলার ঘটনায় এসব মৃত্যু হয়েছে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা আবুল ফজল দ্য ডেইলি স্টারকে বলেন, বুধবার ভোর ৪টার দিকে কাশিমপুর কারাগার থেকে ছয়টি মরদেহ হাসাপাতালে এসেছে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার পালকে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি।

জানা গেছে, গতকাল সকাল থেকে রাত পর্যন্ত কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের প্রবেশপথে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। পাশাপাশি কারাগারের ভেতরে থাকা আসামিরা উত্তেজিত হয়ে কারাগার ভেঙে বের হওয়ারও চেষ্টা করছে।

গতকাল বিকেলে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ফরহাদ সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, কারাগারে থাকা কোনো জঙ্গী-আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। সেনাবাহিনী কারাগার প্রাঙ্গণে আছে।

Comments

The Daily Star  | English

The morale issues of Bangladesh Police

There is no denying that for a long time, the police have been used as a tool of repression in the subcontinent

2h ago