গুমের ৫ বছর পর মুক্ত ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা

মাইকেল চাকমা। ছবি: সংগৃহীত

গুমের শিকার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক মাইকেল চাকমা অবরুদ্ধদশা থেকে মুক্তি পেয়েছেন। 

নিখোঁজের দীর্ঘ ৫ বছর ৩ মাস পর আজ বুধবার ভোরে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়।

ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমার সই করা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্দেশে মাইকেল চাকমাকে তুলে নিয়ে দীর্ঘ ৫ বছরের বেশি সময় বন্দি করে রাখে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়েছে। 

এতে বলা হয়, 'বুধবার ভোরের দিকে চট্টগ্রামের একটি স্থানে মাইকেল চাকমাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়। 

এছাড়াও, কারাগারে আটক ইউপিডিএফ নেতা আনন্দ প্রকাশ চাকমাসহ সব রাজবন্দিদেরও মুক্তি দেওয়ার দাবি জানানো হয় বিবৃতিতে।

বিবৃতিতে আরও বলা হয়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সিএইচটি কমিশনসহ মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা মাইকেল চাকমা গুমের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তার খোঁজ পেতে সরকারের কাছে দাবি জানিয়েছিল। তাছাড়া থানায় অভিযোগ দায়ের ও মাইকেল চাকমার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হলেও এতদিন সরকারের পক্ষ থেকে তাকে উদ্ধারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

উল্লেখ্য, ২০১৯ সালের ৯ এপ্রিল ঢাকার নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে ঢাকায় ফেরার পথে মাইকেল চাকমা গুম হন।

 

Comments

The Daily Star  | English

Yunus inaugurates month-long programme on July uprising

The chief adviser said the annual observance aimed to prevent the reemergence of authoritarian rule in the country

2h ago