গাজীপুর জেলা কারাগারে গোলাগুলি

ছবি: সংগৃহীত

গাজীপুর জেলা কারাগারে গোলাগুলি শুরু হয়েছে। একেরপর এক গুলির শব্দে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এই গোলাগুলি শুরু হয়। 

দুপর পৌনে ১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত গোলাগুলি চলছে বলে জানা গেছে।

গাজীপুর জেলা কারাগারের জেল সুপার আনোয়ারুল করীম দুপুর সাড়ে ১২টার দিকে দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান। 

তিনি বলেন, 'হঠাৎ কারাগারে গোলাগুলি শুরু হয়েছে। এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। আমি খুব ব্যস্ত আছি, পরে বিস্তারিত জানানো হবে।'

Comments

The Daily Star  | English
problems in filing complaints in police stations

No scope to verify authenticity when cases are filed: IGP

Instructions have already been issued to ensure that no one is arrested in a harassing manner, he says

2h ago