চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিল করা হবে

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার গতকাল সিদ্ধান্ত নিয়েছে, পর্যায়ক্রমে প্রশাসনের সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হবে।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা জানান, যেসব চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল তার তালিকা তৈরি করা হচ্ছে।

তারা জানান, বিতর্কিত কিছু চুক্তি অবিলম্বে বাতিল করা হবে, বাকিগুলো পর্যায়ক্রমে বাতিল হবে।

সাম্প্রতিক বছরগুলোতে আওয়ামী লীগ সমর্থিত কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া নিয়ে প্রশাসনের মধ্যে অসন্তোষ তৈরি হয়।

গত ৫ আগস্ট শিক্ষার্থীদের অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৭ আগস্ট আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তি বাতিল করা হয়।

একই দিনে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়ার চুক্তি বাতিল করা হয়।

বর্তমানে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া চুক্তিভিত্তিক নিয়োগে দায়িত্ব পালন করছেন।

বৈঠকে উপদেষ্টা পরিষদ কয়েকটি জায়গায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার বিষয়টি গভীর উদ্বেগের সঙ্গে উল্লেখ করে।

Comments

The Daily Star  | English

6 killed as microbus plunges into canal in Noakhali

The accident took place around 5:40am in Chandraganj Purba Bazar area

7m ago