সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার ও ক্ষতিপূরণ তহবিল কার্যকরের দাবি ব্লাস্ট’র

২০১১ সালের ১৩ আগস্ট ‘কাগজের ফুল’ চলচ্চিত্রের লোকেশন দেখে ফেরার পথে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। এ দুর্ঘটনায় তারেক মাসুদের যাত্রাসঙ্গী চিত্রগ্রাহক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন।

চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় টিএসসি-সংলগ্ন তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্মৃতিতে নির্মিত 'সড়ক দুর্ঘটনা স্মৃতি স্থাপনা' প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বালন করা হয়েছে।

তারেক মাসুদ এবং মিশুক মুনীরের ১৩ তম মৃত্যুবার্ষিকী বিষয়টি সামনে রেখে তার স্ত্রী এবং চলচিত্র নিমাতা ক্যাথরিন মাসুদ বলেন, 'হাইকোর্ট থেকে আমাদের ক্ষতিপূরণ দাবির মামলায় রায় প্রদানের পর বর্তমানে সাত বছর কেটে গেছে এবং সেই রায়ের প্রেক্ষিতে আপিল বিভাগে অপেক্ষমান মামলার শুনানি এখনও সম্পন্ন হয়নি। আমরা আশা করব যে সাম্প্রতিক ইতিবাচক পরিবর্তনের হাত ধরে আপিল বিভাগ অনতিবিলম্বে দীর্ঘকাল ধরে অপেক্ষমান এ মামলার শুনানি সম্পন্ন করে ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করবে।'

এসময় সড়কে অবহেলাজনিত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার ন্যায়বিচার প্রাপ্তি এবং আইনে বিদ্যমান ক্ষতিপূরণ তহবিল কার্যকর করার দাবি জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।

২০১১ সালের ১৩ আগস্ট 'কাগজের ফুল' চলচ্চিত্রের লোকেশন দেখে ফেরার পথে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। এ দুর্ঘটনায় তারেক মাসুদের যাত্রাসঙ্গী চিত্রগ্রাহক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন।

দিনটিকে স্মরণ করে সড়কে অবহেলাজনিত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকল ব্যক্তির দায়ের করা মামলার দীর্ঘসূত্রিতা দূর করে ন্যায়বিচার ও যথার্থ ক্ষতিপূরণ প্রাপ্তি,  দায়ী ব্যক্তিদের জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি আইনে বিদ্যমান ক্ষতিপূরণ তহবিল কার্যকর করার দাবি জানিয়ে এক বিবৃতি দিয়েছে ব্লাস্ট।

এতে বলা হয়েছে, গত কয়েক দিন ধরে দেশ জুড়ে শিক্ষার্থীরা সড়ক নিরাপত্তার এবং ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত হয়েছেন। তারা এর আগে সড়ক নিরাপত্তার আইন এর দাবি করেছিলেন। সড়কে জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে ২০১৮ তে সড়ক পরিবহন আইন প্রণয়ন করা হলেও তার এখনও সুষ্ঠু প্রয়োগ নেই। পাশাপাশি এই আইনে অবহেলাজনিত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য একটি ক্ষতিপূরণ তহবিলের কথা উল্লেখ থাকলেও তার কার্যকর বাস্তবায়ন নেই।

বিবৃতিতে কয়েকটি দাবি জানিয়েছে ব্লাস্ট। এগুলো হলো-

১. বিদ্যমান সড়ক পরিবহন আইনে অবহেলাজনিত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য ক্ষতিপূরণ তহবিলের বাস্তবায়ন

২. যাত্রী নিরাপত্তার বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে যুগোপযোগী আর্থিক ক্ষতিপূরণের বিধান যুক্ত করার প্রয়োজনীয় আইনগত সংস্কার

৩. সড়কপথে অবহেলাজনিত দুর্ঘটনাকে মানবিক বিপর্যয় হিসেবে বিবেচনায় নিয়ে নিহত ও আহত ব্যক্তির কর্মক্ষম সময়সীমা, মৃত্যুজনিত কারণে পরিবারের অপরাপর নির্ভরশীল সদস্যদের মানসিক-শারীরিক ক্ষয়ক্ষতি এবং তাদের বিকাশ ও উন্নয়নের স্বার্থে দীর্ঘমেয়াদী আর্থিক ক্ষয়ক্ষতির বিষয় বিবেচনা করে বাধ্যতামূলক ও সমন্বিত (নৌ, সড়ক ও আকাশপথের জন্য একইরকম) যাত্রী বীমার ব্যবস্থা প্রচলন

৪. বীমার অর্থ কোনভাবেই ক্ষতিপূরণের অর্থ হিসেবে অন্তর্ভুক্ত না করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সরাসরি বীমার অর্থ ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রদান করার বিধানটি আইনে অন্তর্ভুক্ত করা

Comments

The Daily Star  | English
Bangladesh-India border killings

Border killings a barrier to good ties with India: foreign adviser

Foreign Adviser Md Touhid Hossain today said border killings by the Indian Border Security Force (BSF) remain an obstacle to fostering better relations between Bangladesh and India

1h ago