বাংলাদেশে বিক্ষোভ দমনে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করেছে আইনশৃঙ্খলা বাহিনী: জাতিসংঘ

বাংলাদেশে শিক্ষার্থীদের বিক্ষভে আইন প্রয়োগকারী সংস্থা অতিরিক্ত বল প্রয়োগ করেছে, এমন অভিযোগ করেছে জাতিসংঘ। ফাইল ছবি: স্টার
বাংলাদেশে শিক্ষার্থীদের বিক্ষভে আইন প্রয়োগকারী সংস্থা অতিরিক্ত বল প্রয়োগ করেছে, এমন অভিযোগ করেছে জাতিসংঘ। ফাইল ছবি: স্টার

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, বাংলাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করেছে দেশটির আইনপ্রয়োগকারী সংস্থা, এমন ইঙ্গিত পেয়েছে জাতিসংঘ।

তিনি উল্লেখ করেন, আরও নিরপেক্ষ তদন্ত পরিচালনা সাপেক্ষে বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়া যেতে পারে।

'(তাদের বিরুদ্ধে) বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, যথেচ্ছা গ্রেপ্তার ও আটক, গুম, নির্যাতন ও দুর্ব্যবহার, মত প্রকাশের স্বাধীনতায় বড় আকারে বাধা দেওয়া ও শান্তিপূর্ণ সমাবেশে বাধা দেওয়ার মতো আরও কিছু অভিযোগও রয়েছে, যেগুলোর নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হওয়া প্রয়োজন', যোগ করেন তিনি। 

তিনি দাবি করেন, 'যারা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত, বিশেষত, যারা অপ্রয়োজনীয় ও বাড়তি বল প্রয়োগ করেছেন বা করার নির্দেশ দিয়েছেন, তাদের সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে এবং ভুক্তভোগীদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।'

৫ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য হন।

এই ঘটনাকে ঘিরে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয় একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনে এসব কথা জানিয়েছেন তুর্ক।

৮ আগস্ট ড. মূহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশের শাসনভার গ্রহণ করে।

১৪ আগস্ট হাইকমিশনার তুর্ক প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ফোন করে জানান, তিনি আগামী সপ্তাহে ঢাকা সফর করবেন এবং কীভাবে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয় অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে পারে, সে বিষয়ে আলোচনা করবেন।

সফরকারী দলটি সাম্প্রতিক সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘন নিয়ে তদন্ত পরিচালনার বিষয়টি নিয়েও আলোচনা করবে।

 

Comments

The Daily Star  | English

Bangladesh asks India to halt border push-ins, cites security concerns

The move follows reports that BSF pushed in around 300 people into Bangladesh between May 7 and May 9

1h ago