বারির নতুন মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ

এর আগে তিনি বারির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। ছবি: সংগৃহীত

স্বনামধন্য কৃষি বিজ্ঞানী ও বিশিষ্ট জীবপ্রযুক্তিবিদ ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের জারি করা আদেশে তাকে বারির মহাপরিচালক (রুটিন দায়িত্ব) পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি বারির পরিচালক (গবেষণা) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বারি থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ ১৯৯২ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভিদ প্রজনন বিভাগে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এরপর তিনি নিয়মিতভাবে উদ্ভিদ প্রজনন বিভাগ, বারি, গাজীপুরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং জীবপ্রযুক্তি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পদে পদোন্নতি প্রাপ্ত হন।

তিনি স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব ডান্ডি থেকে জিন এডিটিংয়ের ওপর উচ্চতর গবেষণা করে পিএইচডি ডিগ্রি এবং সাইন্স অ্যান্ড অ্যাডভাইস ফর স্কটিশ অ্যাগ্রিকালচার (এসএএসএ) থেকে জিন সাইল্যান্সিংয়ের ওপর পোস্ট ডক্টরাল রিসার্চ ডিগ্রি অর্জন করেন। তিনি নিয়মিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এমএস, পিএইচডি ছাত্রদের তত্ত্বাবধান ও ইনস্টিটিউটের বিজ্ঞানীদের আধুনিক গবেষণা বিষয়ক যুগোপযোগী নির্দেশনা দিয়ে আসছেন।

ড. আখন্দ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আধুনিক জীবপ্রযুক্তি বিষয়ক গবেষণার অগ্রদূত। এ ছাড়াও দেশি বিদেশি বিভিন্ন সায়েন্টিফিক জার্নালে নিয়মিতভাবে বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশ করেন। ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ ১৯৬৭ সালের ২ ফেব্রুয়ারি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস নেত্রকোনা জেলার মদন উপজেলায়।

Comments

The Daily Star  | English

Tawfiq-e-Elahi arrested in Gulshan

Former prime minister Sheikh Hasina's Energy Adviser Tawfiq-e-Elahi Chowdhury was arrested from Dhaka's Gulshan tonight.

18m ago