সড়ক অবরোধ করে বসুন্ধরা শপিংমলের দোকান মালিক-কর্মচারীদের বিক্ষোভ

ব্যবসায়ীরা জানান, ইনচার্জের পদত্যাগ, দোকান থেকে অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে তারা রাস্তায় নেমেছেন।

বসুন্ধরা সিটি শপিংমলের ইনচার্জের পদত্যাগ, দোকান ভাড়া কমানোসহ কয়েকটি দাবিতে রাজধানীর কারওয়ান বাজার গোলচত্বরের একাংশ অবরোধ করে বিক্ষোভ করছেন দোকান মালিক-কর্মচারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে আন্দোলনকারীরা প্রথমে শপিংমলের সামনে জড়ো হয়ে পরে কারওয়ান বাজার এলাকার দিকে মিছিল নিয়ে যান। এতে রাস্তায় তীব্র যানজট দেখা দেয়।

ঘটনাস্থলে থাকা আমাদের সংবাদদাতা জানান, বিক্ষোভকারীরা শপিংমল ইনচার্জের পদত্যাগের স্লোগান দিচ্ছিলেন। দুপুর সোয়া ১২টায় বৃষ্টি উপেক্ষা করেই বিক্ষোভ করছিলেন তারা।

বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ করছেন বসুন্ধরা শপিংমলের দোকান মালিক ও কর্মচারীরা। ছবি: প্রবীর দাশ/ স্টার

সেখানে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের দেখা গেছে।

দোকানের একজন কর্মচারী দ্য ডেইলি স্টারকে বলেন, 'শপিংমলের ইনচার্জ স্বৈরাচারের মতো আচরণ করেন। আমাদের সঙ্গে কখনো ভালো ব্যবহার করেন না।

ব্যবসায়ীরা জানান, দোকান থেকে অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে তারা রাস্তায় নেমেছেন।

এর আগে গত ১৯ আগস্ট মার্কেটের সামনে বিক্ষোভ শুরু করেন দোকান মালিক-কর্মচারীরা।

Comments