কালিয়াকৈরে সাবেক মেয়রকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ

সকাল ১০টা থেকে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ শুরু হয়
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমানকে পুনর্বহালের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর ফ্লাইওভারের নিচে পৌরসভার বাসিন্দারা বিক্ষোভ করেন। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমানকে পুনর্বহালের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় বিক্ষোভ করছে স্থানীয়রা।

আজ বুধবার সকাল ১০টা থেকে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ শুরু হয়।

বিক্ষোভকারীরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে সাবেক মেয়র মুজিবুর রহমানকে তার স্ব-পদে পুনর্বহাল করা হোক।

বিক্ষোভকারীরা বলেন, তাকে পুনর্বহাল না করা হলে এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হবে। বক্তারা আরো জানান, তাদের দাবির বিষয়ে সাড়া না পাওয়া গেলে আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেয়া হবে। বিক্ষোভের সময় মহাসড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজ দুপুর ১২টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর হাইওয়ে পুলিশ স্ট্যাশন অফিসার শাহাদাৎ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমানকে পুনর্বহালের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর ফ্লাইওভারের নিচে পৌরসভার বাসিন্দারা বিক্ষোভ করছে।

তবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে, বলেন তিনি।

Comments