প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব হলেন আবুল কালাম আজাদ মজুমদার
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক মুহাম্মাদ আবুল কালাম আজাদ মজুমদার।
আজ শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
সবশেষ ইংরেজি দৈনিক নিউ এজে যুগ্ম বার্তা সম্পাদক ছিলেন আবুল কালাম আজাদ মজুমদার। এর আগে তিনি স্প্যানিশ বার্তাসংস্থা এজেন্সিয়া ইএফই, রয়টার্স ও এএফপিতে কাজ করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক আবুল কালাম আজাদ মজুমদার দ্য বিজনেস পোস্ট, মানবজমিন ও প্রথম আলোতেও কাজ করেছেন।
Comments