রোববার থেকে চলবে মেট্রোরেল

সকাল ৭টা ২০ মিনিট থেকে রাত ৮টা ৫০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট কেনা যাবে।
ফাইল ছবি

আগামীকাল রোববার থেকে মেট্রোরেল চলবে। আজ শনিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ওই দিন বিকেল ৫টায় মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরদিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ জানিয়েছে, অনিবার্য কারণে মিরপুর-১০ এবং কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে আপাতত ট্রেন থামবে না এবং যাত্রী সেবা বন্ধ থাকবে।

এছাড়া, সকাল ৭টা ১০ মিনিট ও সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে ছেড়ে যাওয়া দুটি মেট্রো ট্রেন এবং রাত ৯টা ১৩ মিনিটে মতিঝিল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেনগুলোতে শুধুমাত্র এমআরটি বা র‌্যাপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।

সকাল ৭টা ২০ মিনিট থেকে রাত ৮টা ৫০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট কেনা যাবে। সেই সঙ্গে এমআরটি বা র‌্যাপিড পাস টপ আপ করা যাবে।

Comments