৬ ঘণ্টা পানি ছাড়ার পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের সব স্পিলওয়ে

আজ সকাল ৮টা ১০মিনিট থেকে জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ে খুলে দেওয়া হয় ৬ইঞ্চি করে।
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের একটি স্লুইসগেট। ছবি: স্টার

পানি ছাড়ার পর ৬ ঘন্টা পর বন্ধ করে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব স্পিলওয়ে। আজ রোববার দুপুর ২টায় বাঁধের ১৬টি স্পিলওয়ে বন্ধ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।

পরে বাঁধের স্পিলওয়ে আবারও খোলা হবে কি না এমন কোনো তথ্য জানাতে পারেননি সংশ্লিষ্টরা।

কর্মকর্তারা জানান, আজ সকালে কাপ্তাই হ্রদের পানি বেড়ে ১০৮ ফুট মিন সি লেভেল হয়ে বিপদসীমা অতিক্রম করে। এ কারণে সকাল ৮টা ১০মিনিট থেকে জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ে খুলে দেওয়া হয় ৬ ইঞ্চি করে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার সিএফএস পানি ছাড়া হয়েছে।

এদিকে বাঁধের ১৬টি স্পিলওয়ে খোলা অবস্থায় দুর্ঘটনা এড়াতে ৬ ঘণ্টা চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া এলাকায় ফেরি পারাপার বন্ধ রাখে রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগ। ফেরি বন্ধ থাকায় রাজস্থলী-বান্দরবান যাতায়াতকারী যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে।

নদীতে পানির গতিবেগ কমে গেলে আবারও ফেরি পারাপার শুরু করা হবে বলে সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।

হ্রদে পানি বাড়ায় বর্তমানে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটে ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

Comments